অনলাইন ডেস্ক, ১১ ফেব্রুয়ারী।। আহমেদাবাদে ওয়ানডে সিরিজ হচ্ছে দর্শকশূন্য গ্যালারিতে। শুক্রবার তিন ম্যাচ সিরিজের শেষে ওয়ানডে। এরপর ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। যেখানে দর্শক চাইছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)।
অনুমতি চেয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে আবেদনও করছে রাজ্য ক্রিকেট সংস্থাটি। ভারতীয় সংবাদমাধ্যমে খবর, অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর সিএবি সিদ্ধান্ত নিয়েছে বোর্ডে আবেদন করার। রাজ্য সরকার বিধিনিষেধে বেশ কিছুটা ছাড় দিয়েছে। সেই নিয়ম অনুযায়ী ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ৭৫ শতাংশ দর্শক গ্যালারিতে থাকতে পারেন।
বৃহস্পতিবার অ্যাপেক্স কাউন্সিল বৈঠকের পর সিএবি বিবৃতিতে জানিয়েছে, ‘ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। সদস্যদের জানানো হচ্ছে যে, ইডেনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দর্শকদের মাঠে ঢুকতে দেওয়ার অনুমতি চাওয়া হয়েছে বোর্ডের কাছে। বোর্ডের নির্দেশের অপেক্ষায় আছি আমরা। আশা করি বোর্ডের পক্ষ থেকে ইতিবাচক উত্তর পাওয়া যাবে। ’
ইডেনে গত বছর ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ। করোনা পরবর্তী নিউ নরমাল সময়ে সেবারই প্রথম দর্শক নিয়ে খেলা হয়েছে ইডেনে। কিন্তু তারপর আবার করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা ও ওমিক্রোনের দাপটে আবার বন্ধ করতে হয়েছে খেলার মাঠে গ্যালারির দরজা। ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি।