অনলাইন ডেস্ক, ১১ ফেব্রুয়ারী।। ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে ইউরোপ-আমেরিকার চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার মস্কো সফরে গিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। কিন্তু লিজকে রুশ পররাষ্ট্রমন্ত্রী শীতল অভ্যর্থনা জানিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মস্কো সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন লিজ। বৈঠক শেষে লিজ ট্রাসের পাশে দাঁড়িয়ে ল্যাভরভ সাংবাদিকদের বলেন, আমি সত্যিই হতাশ। দ্বিপাক্ষিক আলোচনাকে বোবা এবং বধির ব্যক্তির মধ্যে কথোপকথন বলে উল্লেখ করেছেন ল্যাভরভ।
তাদের বিস্তারিত আলোচনা মোটেও ফলপ্রসু হয়নি বলে জানান তিনি। ল্যাভরভ আরও বলেন, তার দল যেসব ‘তথ্য’ তুলে ধরেছেন লিজ সেসব আমলে না নিয়ে নাকচ করে দিয়েছেন। ইউক্রেনের কাছে রুশ সেনা মোতায়েন কারো জন্য সরাসরি হুমকি নয় রাশিয়ার এই বক্তব্যের বিষয়ে ল্যাভরভকে চ্যালেঞ্জ করেন লিজ। লিজ বলেন, ইউক্রেনকে হুমকি দেওয়া ছাড়া সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করার অন্য কোনো কারণ দেখতে পাচ্ছি না।
আর রাশিয়া যদি কূটনৈতিক বিষয়ে গুরুত্ব দেয়, তাহলে তাদের সেই সৈন্যদের অপসারণ করতে হবে এবং হুমকি দেওয়া থেকে বিরত থাকতে হবে। ন্যাটো এই অঞ্চলের নিরাপত্তাকে ক্ষুণ্ন করছে বলে রাশিয়ার দাবিও করে নাকচ করে দেন লিজ।
কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার ডোরসা জাব্বারি মস্কো থেকে রিপোর্ট করে বলেছেন যে, ট্রাস এবং লাভরভের মধ্যে বাক্য বিনিময় কতটা ‘বরফশীতল’ ছিল তা দ্রুত পরিষ্কার হয়ে যায় যখন তারা সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য তাদের বৈঠক থেকে বেরিয়ে আসেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে লন্ডন মস্কোর কথা শুনছে না।