অনলাইন ডেস্ক, ১০ ফেব্রুয়ারী।। শোয়েব আখতারের পর জনপ্রিয় অনলাইন ভিডিও শেয়ারিং অ্যাপ্লিকেশন টিকটকে অ্যাকাউন্ট খুললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম থেকে করা পোস্টে প্রথম ভিডিওসহ টিকটক অ্যাকাউন্টের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন ওয়াসিম। দুদিন আগে শোয়েব আখতার টিকটকে যোগ দেওয়ার কথা জানান।
শোয়েব-ওয়াসিমদের টিকটক ভিডিও দেখে মনে হচ্ছে শুধু অবসর সময়ের বিনোদনের জন্যই নয়, তাদের টিকটকে যোগ দেওয়ার বিশেষ উদ্দেশ্যও রয়েছে। শোয়েবের মতো ওয়াসিমও নিজের প্রথম ভিডিওতে ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন।
ওয়াসিমের ভিডিওতে দেখা যায়, একটি মেয়ে স্কেটবোর্ডে গ্লাইডিং করছে এবং রিংয়ের একটি সারি পার হতে তৎপর হচ্ছে। এরপরই ওয়াসিম তার বার্তা নিয়ে স্ক্রিনে আসেন। বলেন, ‘আপনি অবশ্যই মেয়েটির পদক্ষেপ দুর্দান্ত দেখছেন, কিন্তু সাবধান…। ’
ওয়াসিম আকরাম বলতে চেয়েছেন এই পদক্ষেপগুলো তারাই নিতে পারে যারা উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত। কেউ এমন কিছু করার আগে যেন প্রশিক্ষণ নেন। ‘সবাইকে ভালোবাসা এবং যত্নে থাকবেন’ বলে ভিডিও শেষ করেন ফাস্ট বোলিং কিংবদন্তি। এদিকে ইনস্টাগ্রামে ওয়াসিমের পোস্টে কমেন্ট করেন তার স্ত্রী শানিরা আকরাম। দারুণ একটা মন্তব্যে নিজের অনুভূতি প্রকাশ করেন। সেই সঙ্গে উল্লেখ করেন তাকে কিছু না বলেই টিকটকে যোগ দিয়েছেন ওয়াসিম। এরপর বলেন, তিনি তার স্বামীর অ্যাকাউন্ট অবশ্যই ফলো করবেন।
টিকটকের ব্যবহার অনেক নেতিবাচক প্রভাব ফেলছে বলে আলোচনা-সমালোচনা আছে। তবে তরুণদের মধ্যে এই প্ল্যাটফর্ম বেশ জনপ্রিয়ও। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) তাদের মিডিয়া পার্টনার হিসেবে টিকটককে যুক্ত করেছে। এরপরই আসলে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা এই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন। তাদের উদ্দেশ্য এর ইতিবাচক দিক তুলে ধরা।