অনলাইন ডেস্ক, ১০ ফেব্রুয়ারী।। ওমিক্রনের পুরনো রূপটি নিয়েই এখনও ভয় কাটেনি। ওমিক্রন করোনার অন্য ধরনগুলো থেকে কতটা আলাদা, সেটিও এখনও পরিষ্কার করে বোঝা যায়নি। তার মধ্যেই ওমিক্রনের নতুন ধরনটি প্রচণ্ড গতিতে ছড়িয়ে পড়ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মহামারী বিশেষজ্ঞ এরিক ফিগ-ডিং একটি পরিসংখ্যান দিয়েছেন।
সেখানে দেখা যাচ্ছে, করোনার আগের ধরন ডেল্টাকে সরিয়ে কীভাবে ওমিক্রন করোনার সবচেয়ে বড় ধরন হিসাবে জায়গা করে নিল। এবার দেখা যাচ্ছে, সেই ওমিক্রনকেও পেছনে ফেলে দিতে পারে ওমিক্রনের নতুন ধরন। পরিস্থিতি এমন দিকেই এগিয়ে চলেছে।
টুইটারে একটি গ্রাফ পোস্ট করেছেন এরিক। তার দেওয়া গ্রাফ থেকে দেখা যাচ্ছে, গত তিন সপ্তাহে তিন গুণেরও বেশি বেড়ে গিয়েছে ওমিক্রন ২.০। ওমিক্রনের পুরনো রূপটিকে পেছনে ফেলে এটি খুব দ্রুতই করোনার প্রধান ধরনের জায়গা দখল করে নেবে বলে মনে করছেন অনেকে।
অনেকেই বলেছিলেন, এর পরে করোনার যে ধরনটি আসবে, সেটি ওমিক্রনের চেয়ে বেশি সমস্যার সৃষ্টি করতে পারে। এই ওমিক্রন ২.০-ই কি সেই রূপ? নাকি এটি ওমিক্রনের মতোই বিশেষ জটিলতার সৃষ্টি করবে না? এমন প্রশ্ন অনেকেই করছেন। কিন্তু এর উত্তর এখনও পাওয়া যাচ্ছে না। তবে ওমিক্রনের নতুন রূপটি যে বড় সমস্যা সৃষ্টি করতে পারে, সে বিষয়ে আশঙ্কা করেছেন বিজ্ঞানীরাও।