অনলাইন ডেস্ক, ১০ ফেব্রুয়ারী।। গত বছরের জানুয়ারিতে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার পর যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল সারা বিশ্বে আলোচনার শিরোনাম হয়। এবার সেখানে গেলেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি।
সংবাদমাধ্যম জানায়, অভ্যন্তরীণ সহিংসতা মোকাবিলায় আইন পাসের জন্য বুধবার ক্যাপিটল হিলে আইন প্রণেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের রাজধানীতে এক প্রেস ব্রিফিংয়ে জোলি আইন নবায়নের প্রতি সমর্থন প্রকাশ করে বলেন, এই আইন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা এবং আইনি সহায়তা দেবে-পাশাপাশি সেই সব শিশু যারা বাড়িতে সহিংসতার শিকার হন তাদের সমর্থন দেবে।
একাডেমি পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী বলেন, ‘কুৎসিত সত্য হলো যে, আমাদের দেশে বাড়িতে সহিংসতা একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ’ ‘আমি এই মুহূর্তে সেই শিশুদের প্রতি গুরুত্ব দিচ্ছি, যারা ভীত-সন্ত্রস্ত ও ভোগান্তির মধ্যে রয়েছে ও অনেক লোক, যাদের জন্য এই আইনটি বিলম্বে আসছে। ’
জোলি নারীর প্রতি সহিংসতা রোধে অগ্রাধিকার ভিত্তিতে ভায়োলেন্স অ্যাগেন্সট উইমেন অ্যাক্ট (ভিএডব্লিউএ) নবায়নে কংগ্রেসের প্রতি আহ্বান জানান। সুপারহিরো ফিল্ম ‘ইটারনালস’ শেষবার দেখা যায় ৪৬ বছর বয়সী জোলিকে। সম্প্রতি সাবেক স্বামী ব্র্যাড পিটের বিরুদ্ধে ছেলে ম্যাডক্সকে (১৫) ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগ এনেছিলেন তিনি, তবে তদন্তে এই অভিযোগ থেকে পিট রেহাই পেয়েছেন।
১৯৮২ সালে ‘লুকিং টু গেট আউট’ কমেডি ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিষেক হয় জোলির। চার দশকের ক্যারিয়ারে তাকে বিখ্যাত সব সিনেমায় দেখা গেছে। বক্স অফিস সাফল্যের পাশাপাশি একাধিক পুরস্কার জিতেছেন।
শুধু অভিনয় নয়, একাধিক ছবি পরিচালক ও প্রযোজনা করেছেন জোলি। মানবিক কাজের জন্যও অ্যাঞ্জেলিনা জোলি সারা বিশ্বে পরিচিতি। কাজ করছেন জাতিসংঘের সঙ্গে। এর অংশ হিসেবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসেন এ সেলিব্রিটি।