অনলাইন ডেস্ক, ১০ ফেব্রুয়ারী।। কোথাও বেশিদিন স্থির হতে পারছেন না জারদান শাকিরি। লিভারপুল ছেলে লিঁও’তে যোগ দিয়েছেন বছরও হয়নি। এবার ফরাসি ক্লাবটি ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে নাম লেখালেন সুইজারল্যান্ডের এই উইঙ্গার।
শিকাগো ফায়ারের সঙ্গে ক্লাব রেকর্ড গড়া চুক্তি করেছেন শাকিরি। গত আগস্টে লিভারপুল ছেড়ে লিঁওতে যোগ দেন ৩০ বছর বয়সী তারকা। লিগ ওয়ানের ক্লাবটির সঙ্গে তার চুক্তি ছিল ২০২৪ পর্যন্ত। কিন্তু তার আগেই শিকাগোকে নতুন ঠিকানা হিসেবে বেছে নিলেন শাকিরি।
সুইস তারকা আগেভাগে চুক্তি শেষ করায় চুক্তির অংশ হিসেবে লিঁওকে ৭ মিলিয়ন ইউরো দিতে হচ্ছে শিকাগোকে। তারপরও শাকিরির মতো তারকাকে দলে নিতে পেরে উচ্ছ্বসিত এমএলএসের ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টার জর্জ হেইৎজ, ‘জারদান গেম-পাল্টে দেওয়া খেলোয়াড় এবং সে এমন একজন যে, শিকাগো শহর ও আমাদের সমর্থকদের আনন্দ এনে দিতে পারবে। ’
এর আগে সুইস ক্লাব এফসি বাসেল, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, স্টোক সিটির হয়ে খেলেছেন শাকিরি। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি।