অনলাইন ডেস্ক, ১০ ফেব্রুয়ারী।। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে উড়ছেন অলিভিয়ের জিরু। ঘরের মাঠ সান সিরোতে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে ৩৫ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডের জোড়া গোলে লাৎসিওকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে এসি মিলান।
সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে পেয়েছে স্তেফানো পিওলির দল। এই সপ্তাহে সিরি’আয় নেরাজ্জুরিদের বিপক্ষে ২-১ ব্যবধানে হারানোর ম্যাচে জোড়া গোল করেন জিরু। টানা দুই ম্যাচে চার গোল করলেন ফরাসি তারকা।
জিরু সান সিরোতে এসেছেন বছরও হয়নি। চেলসি ছেড়ে গত বছর মিলানে যোগ দেন তিনি। তারপর থেকে রোজোনেরিদের আক্রমণভাগের অন্যতম অস্ত্র হয়ে উঠেছেন ফরাসি তারকা। লিগে ইতোমধ্যে ১৫ ম্যাচে ৭ গোল করে ফেলেছেন জিরু।
কোপা ইতালিয়ায় লাৎসিওর বিপক্ষে দাপুটে জয়ে ২৪তম মিনিটে মিলানের প্রথম গোলটি করেন রাফায়েল লেও। এরপর বিরতিতে যাওয়ার শেষ মুহূর্তে ৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন জিরু। মিলানের হয়ে ৭৯তম মিনিটে শেষ গোলটি করেন ফ্রাঙ্ক কেসি।