অনলাইন ডেস্ক, ১০ ফেব্রুয়ারী।। জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’ যদি পেপ গার্দিওলার পড়া থাকত তবে ভালো হতো। এই কবিতার সঙ্গে নিজেকে বেশ মেলাতে পারতেন তিনি।
‘বধূ ও শিশু পাশে শুয়ে থাকা’ সত্ত্বেও যে লোকের জোছনায় ভূত দেখার মতোন অসুখ, তার সঙ্গে গার্দিওলাকে মেলানোর কী কারণ থাকতে পারে? কারণ অবশ্য একটা আছে। কিছুতেই যে সুখী হতে পারছেন না স্প্যানিশ কোচ!
ব্রেন্টফোর্ডের বিপক্ষে সহজ জয়ে প্রিমিয়ার লিগে ১২ পয়েন্ট এগিয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে নিয়েও অসুখী গার্দিওলা। তার কাছে সিটি, ‘বিশ্বের সেরা ক্লাব নয়’। তবে এরপরই বোঝা গেল কথাটার মূল অর্থ। সিটি সেরা ক্লাব হোক না হোক, তাতে কিছুই যায় আসে না গার্দিওলার। আর সেই জন্যই তো বললেন, ‘গ্রাহ্য করি না। ’।
সিটিকে নিয়ে সুখী হোক বা না হোক, শিষ্যদের মানসিকতায় বেশ মুগ্ধ তিনি, ‘অনেক কারণে আমি খেলোয়াড়দের প্রতি মুগ্ধ। তারা এখনো প্রতিটি ম্যাচে তাদের কাজটা করতে চায়। ’সিটিজেনরা যে কাজটা ভালোভাবেই করছে, তার প্রমাণ তো প্রতিনিয়তই পাওয়া যাচ্ছে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ অপরাজিত তারা।
ঘরের মাঠ ইতিহাদে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ে দলের গোল দুটি করেছেন মাহরেজ ও ডি ব্রুইন। শিরোপা ধরে রাখার মিশনেও বেশ দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছে সিটি। চলতি মৌসুমে ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। যেখানে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল।