অনলাইন ডেস্ক, ১০ ফেব্রুয়ারী।। আগামী মাসে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় ফরাসি ক্লাব লিলের মুখোমুখি হবে চেলসি। দ্বিতীয় লেগের এই ম্যাচ খেলতে ফ্রান্স সফরে যেতে হবে চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নদের।
কিন্তু চেলসিকে আগে থেকে সতর্ক হতে হচ্ছে লিলের মাঠে নামার আগে। কারণ কভিড-১৯ নিয়মে ভ্যাকসিন না নেওয়া খেলোয়াড়েরা প্রবেশ করতে পারবে না ফ্রান্সে।
ভ্যাকসিন না নেওয়া লোকজনদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স সরকার। তবে চেলসির প্রত্যাশা, শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচটি তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারবে। যেখানে তারা পুরো দল নিয়ে যেতে পারবে। তবে তাতেও দুশ্চিন্তামুক্ত নয় চেলসি। কারণ গত মঙ্গলবার উয়েফা যে নতুন নিয়ম করেছে তাতে ভেন্যু পরিবর্তন সম্ভব হবে না।
লিলের বিপক্ষে ব্লুজদের প্রথম লেগ হবে ২২ ফেব্রুয়ারি, স্টামফোর্ড ব্রিজে। ফিরতি লেগ হবে ১৬ মার্চ, ফ্রান্সে। বর্তমানে ক্লাব বিশ্বকাপ খেলতে আবুধাবি আছে চেলসি। টুর্নামেন্টটির ফাইনালও নিশ্চিত করেছে টমাস টুখেলের দল। তবে তাদের কয়জন এবং কারা কারা ভ্যাকসিন নেয়নি তা এখনো প্রকাশ্যে জানায়নি চেলসি।