অনলাইন ডেস্ক, ১০ ফেব্রুয়ারী।। বার্সেলোনা নিশ্চিত করেছে, দানি আলভেসের দুই ম্যাচের নিষেধাজ্ঞার ব্যাপারে আপিল করবে তারা। বৃহস্পতিবার টুইট করে এমনটাই জানায় কাতালান জায়ান্টরা। চলতি সপ্তাহে লা লিগায় ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে বার্সা।
সেই ম্যাচে ৪৯তম মিনিটে দলের শেষ গোলটি করেন আলভেস। এর ২০ মিনিট পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তবে এই লাল কার্ড দেখায় লিগে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। যার ফলে এস্পানিওল ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না আলভেস।
তবে ৩৮ বছর বয়সী তারকার নিষেধাজ্ঞার ব্যাপারে আপিল করবে জানিয়েছে বার্সা। কাতালান ক্লাবটি টুইটারে লেখে, ‘অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পাওয়া লাল কার্ডে দানি আলভেসের দুই ম্যাচের নিষেধাজ্ঞার ব্যাপারে আপিল করবে বার্সেলোনা। ’