অনলাইন ডেস্ক, ১০ ফেব্রুয়ারী।। ভোজ্য তেলের দাম কমাতে পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। তেল (Edible Oil Price) ও তৈলবীজের দাম নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকারগুলোকে ইতমধ্যে কেন্দ্র নির্দেশ পাঠিয়েছে বলে খবর।
সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবরে প্রকাশ, ভোজ্যতেলের দাম কমাতে সরকার নতুন পরিকল্পনা করেছে। তেল ও তৈলবীজের দাম নিয়ন্ত্রণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। বাণিজ্য বা সরবরাহ প্রক্রিয়ায় বিঘ্ন না ঘটিয়ে পরিকল্পনা বাস্তবায়িত করার কথা বলা হয়েছে বলে খবর।
গত ৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক ভোজ্যতেল ও তৈলবীজের স্টক লিমিট তিন মাস বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করার নির্দেশ দিয়েছিল। মজুতের সীমার ব্যাপারেও দেওয়া হয়েছিল নির্দেশ।সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে তেলে দামে রাশ টানার ব্যাপারে চেষ্টা চালানো হবে বলে মনে করা হচ্ছে।
‘রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে স্টক লিমিট অর্ডার কার্যকর ব্যাপারে বৈঠকে জোর দেওয়া হয়েছিল। তবে এই আদেশটি কার্যকর করার সময়, এটি নিশ্চিত করা উচিত যে সরবরাহ শৃঙ্খল এবং ব্যবসায় কোনও বিঘ্ন যায় না ঘটে,’ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই পদক্ষেপের ফলে মজুতদারি, কালোবাজারির মতো অসাধু ব্যবস্থা বন্ধ করা সম্ভব হবে। ভোজ্যতেলের বর্তমান আন্তর্জাতিক মূল্য পরিস্থিতি সম্পর্কেও রাজ্যগুলিকে অবহিত করা হয়েছে।