অনলাইন ডেস্ক, ১০ ফেব্রুয়ারী।। উত্তরপ্রদেশে প্রথম দফায় ভোট গ্রহণের মাঝেই নয়া চমক, এবার জামিন পেলেন লখিমপুর খেরিকাণ্ডের মূল অভিযুক্ত আশিস মিশ্র। ৪ মাস আগে তাঁকে গ্রেফতার করা হয়। তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক বিক্ষোভে গাড়ির চাকায় পিষ্ট হয়ে চার কৃষক ও এক সাংবাদিকের মৃত্যুর অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিসের বিরুদ্ধে।এমনকি লখিমপুর খেরির ঘটনার তদন্তে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ ওঠে।
শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে এবং তদন্তের নির্দেশ দেয়। বারবার সরব হয়েছেন বিরোধীরা। সম্প্রতি এ বিষয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট যে ভাবে চেয়েছিল, রাজ্য সরকার সে ভাবেই তদন্ত কমিটি গড়ে কাজ শুরু করে দিয়েছে। যে বিচারককে কমিটির মাথায় চেয়েছিল শীর্ষ আদালত, তাঁকেই রাখা হয়েছে। রাজ্য সরকার স্বচ্ছ ভাবে তদন্তের কাজ করছে।’