অনলাইন ডেস্ক, ৯ ফেব্রুয়ারী।। তিথি বসু – বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় মুখ। তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন স্টার জলসা খ্যাত ‘মা’ সিরিয়ালের হাত ধরে। এই সিরিয়ালে ঝিলিকের ভূমিকায় তিথির অভিনয় সহজেই জয় করে নিয়েছিল দর্শকদের মন।
খুব তাড়াতাড়িই এই ছোট্ট মেয়ে তিথি ইন্ডাস্ট্রিতে নিজের একটা পাকাপাকি জায়গা করে নিয়েছিল নিজের অসাধারণ অভিনয় শৈলীর মাধ্যমে। কিন্তু ‘মা’ শেষ হয়ে যাওয়ার পর তিথি খুব কম কাজ করেছেন।ঝিলিক ওরফে তিথি একজন খুব ভালো নৃত্যশিল্পী। সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় তিনি নিজের নাচের ভিডিও আপলোড করেন এবং সেগুলো দর্শক মহলে বেশ জনপ্রিয় হয়।
কিন্তু মাঝেমধ্যে আবার সমালোচনার ঝড়ও ওঠে।সম্প্রতি সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে তিনি একটি নাচের ভিডিও ভিডিও পোস্ট ককরেন নেট মাধ্যমে। সেই নাচ দেখে নেটিজেনদের একাংশের প্রশংসা তো দূর, বরং তিথির বিরুদ্ধে উঠে এসেছে নানা কু মন্তব্য। গত বছরের শেষভাগে সোশ্যাল মিডিয়ায় সুপার ট্রেন্ড হয়ে উঠেছিল কাঁচা বাদাম।
বীরভূমের দুবরাজপুরের সাধারণ এক বাদাম ফেরিওয়ালা ভুবন বাদ্যকর কাঁচা বাদাম নিয়ে গান বেঁধে রাতারাতি খুব জনপ্রিয় হয়ে উঠেছিলেন। বাদাম বিক্রি করার সময় তিনি যে গান গাইছিলেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যান এই বাদাম কাকু।একটি গানের দৌলতে তিনি প্রচুর অর্থও উপার্জন করেছেন। বাংলা হিন্দি মিলিয়ে এই কাঁচা বাদাম নিয়ে একের পর এক কনটেন্ট বানিয়েছেন ইউটিউবাররাও।
‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে এ পর্যন্ত বহু তারকা কোমর দুলিয়েছেন। খানিক দেরি করে হলেও তিথি সেই ট্রেন্ডিং গানের সঙ্গে নেচে একটি ভিডিও বানিয়ে নেট দুনিয়ায় শেয়ার করেন। ভিডিওতে দেখা যাচ্ছে হলুদ রঙের একটি ছোট টপ এবং সাদা রঙের শর্টস পরে নাচছেন তিথি। ভিডিওটির তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এবারে আর দেরি করিনি’।
এদিকে নেটিজেনরা এই নাচ দেখে তাকে নিয়ে ট্রোল করতে শুরু করেছেন। কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তিথির দিকে। অনেকেই আবার তিথিকে নিয়ে অশ্লীল মন্তব্য করতে শুরু করেছেন। কেউ লিখছেন, “একজন মেয়ে হয়ে সত্যি খুব লজ্জা লাগছে।” কেউ লিখলেন, “নোংরামির আদর্শ উদাহরণ, ট্যালেন্ট না থাকলে এই গুলোই দেখাতে হবে।”
এমনই সব নেতিবাচক কমেন্ট ধরা পড়ছে কমেন্ট বক্সে। যদিও এসব ট্রোলিং-এ তিথির কখনোই কোনো যায় আসে না। এর আগেও নেটিজেনরা তার ভারী চেহারা নিয়ে সমালোচনায় সরব হয়েছিল কিন্তু বরাবরের মত এবারেও চুপ করে সব অপমান হজম করেছেন তিথি।