অনলাইন ডেস্ক, ৯ ফেব্রুয়ারী।। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার জানিয়েছে, করোনাভাইরাসের ধরন ওমিক্রন শনাক্তের পর এ পর্যন্ত পাঁচ লাখ লোকের মৃত্যু হয়েছে। তারা বিষয়টি ‘অতি মর্মান্তিক’ বলে উল্লেখ করে। সংস্থার ইন্সিডেন্ট ব্যবস্থাপক আবদি মোহাম্মদ বলেছেন, গত নভেম্বরের শেষে ওমিক্রনকে উদ্বেগজনক ধরন হিসেবে ঘোষণার পর বিশ্বে ১৩ কোটি লোক এতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে পাঁচ লাখ লোক। তিনি বলেন, সবাই যখন বলছে ওমিক্রন তীব্র নয়, কিন্তু তারা একটি বিষয় মিস করছে যে এটি শনাক্তের পর থেকে এ পর্যন্ত এতে পাঁচ লাখ লোক মারা গেছে।
এটি সত্যিই অতি মর্মান্তিক। ওমিক্রন শনাক্তের পর এটি ডেল্টা ধরনকে টপকে গেছে। এটি সহজেই ছড়িয়ে পড়েছে, কারণ ওমিক্রন খুবই সংক্রামক। যদিও এতে তীব্র অসুস্থ হওয়ার কারণ নেই। সংস্থার কভিড-১৯ বিষয়ক টেকনিক্যাল প্রধান মারিয়া ভ্যান কারখোভ বলেন, ওমিক্রন শনাক্তের সংখ্যা খুবই আশ্চর্যজনক। কিন্তু সত্যিকারের সংখ্যা আরও বেশি হবে। তিনি বলেন, আমরা মহামারির মাঝামাঝি অবস্থায় আছি। এখনো অনেক দেশ ওমিক্রনের চূড়া পার করেনি।
আরও বলেন, গত কয়েক সপ্তাহ ধরে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। এটি খুবই উদ্বেগের বিষয়। ভাইরাসটি ক্রমাগত বিপজ্জনক হয়ে উঠছে বলেও উল্লেখ করেন মারিয়া ভ্যান। এদিকে বুধবার দুপুর নাগাদ পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানায়, এ পর্যন্ত মোট ৪০ কোটি ১১ লাখ ৭৬ হাজার ৭৯৪ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৫৭ লাখ ৮২ হাজার ৭৯৪ জন ও সুস্থ্য হয়ে উঠেছেন ৩২ কোটি ৯ লাখ ৬১ হাজার ২২০ জন।