অনলাইন ডেস্ক, ৯ ফেব্রুয়ারী।। সোমবার থেকে আটকে ছিলেন কেরলের এক পাহাড়ের খাদে। অবশেষে উদ্ধার। ভারতীয় সেনার (Indian Army) সাহায্যে যেন দ্বিতীয় জীবন পেলেন ২৫ বছর বয়সী যুবক। উদ্ধার পাওয়ার পর আর বাবু নামের সেই যুবকের একটি ভিডিও জনপ্রিয় হয়েছে সামাজিক মাধ্যমে। ভারতীয় সেনাকে ‘ অসংখ্য ধন্যবাদ, ভারতীয় সেনা ‘ বলেছেন তিনি। তাঁর ঠোঁটের কোণে লেগে থাকা হাসি বলে দিচ্ছে ভারতীয় সেনার প্রতি তিনি কতোটা কৃতজ্ঞ।
সোমবার থেকে তিনি আটকে পড়েছিলেন পাহাড়ে। কেরলের পালিক্কলে ঘটেছিল ঘটনাটি। দুই বন্ধুকে সঙ্গে নিয়ে কেরলের ছেরাড পাহাড়ে গিয়েছিলেন তিনি। সেখানেই ঘটে দুর্ঘটনা। পা পিছলে পড়ে যান আর বাবু। বন্ধুরা তখন অনেক পিছনে। যুবক একাই উঠছিলেন পাহাড়ের একেরবারে ওপরে। লেফটেন্যান্ট জেনারেল এ অরুণ জানিয়েছেন, ‘সৌভাগ্যবশত আমাদের দলে এমন ব্যাক্তি ছিলেন যারা পাহাড়ে উঠতে দক্ষ। এভারেস্টেও উঠেছিলেন তাঁরা। সোমবার থেকেই শুরু হয়েছিল উদ্ধার কাজ। দুই পাথরের খাঁজে আটকে পড়েছিলেন এ বাবু। আমাদের জওয়ানরা অত্যন্ত দক্ষতার সঙ্গে চালিয়েছিল উদ্ধার কাজ। ‘