অনলাইন ডেস্ক, ৯ ফেব্রুয়ারী।। বিদ্বেষীদের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিজাব। আত্মমর্যাদার প্রতীক হিজাব। অযথা এই হিজাবকে নিয়ে জলঘোলা করা হচ্ছে। উত্তেজনায় থমথম করছে বিজেপি শাসিত কর্নাটক। গেরুয়া বিদ্বেষীরা বারবার জয়শ্রীরাম বলে সংখ্যালঘুদের হেনস্থার চেষ্টা হয়েছে। কিন্তু ঠান্ডা মাথায় ভয় না পেয়ে আল্লাহু আকবর বলে তা মোকাবিলা করতে পেরেছে খুব কম জন। সেখানেই অনন্য হিজাবি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুসকান বলেছেন শিক্ষা আমাদের প্রধান লক্ষ কিন্তু সেই শিক্ষাকে ওরা একেবারে ধ্বংস করে দিচ্ছে। মুসকান আরও বলেন আমরা বরাবরই বুরকা এবং হিজাব পরে কলেজে এসেছি। বুরকা খুলে রেখে হিজাব পরে ক্লাস করেছি কোনদিন কোন সমস্যা হয়নি। হিজাব আমাদের ঐতিহ্যের অংশ।আমাদের অধ্যক্ষও এই ইস্যুতে হস্তক্ষেপ করেননি । এখন কিছু বহিরাগত এই অশান্তি তৈরি করছে। বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের এই ছাত্রী বলেন হিজাব নিয়ে তাঁদের প্রতিবাদ জারি থাকবে।
মুসকান জানিয়েছেন তাঁর হিন্দু বন্ধুরাও তাকে সমর্থন করেন। আমি নিজেকে নিরাপত্তাহীন ভাবছিনা, কারণ আমি জানি বহু মানুষ আমার সঙ্গে রয়েছেন। তিনি জানিয়েছেন ‘ওখানে বহু পুরুষ আগে থেকেই জড়ো হয়ে ছিলেন সেখানে । অনেকেই কলেজের বাইরের। তবে আমাদের প্রিন্সিপাল ও বাকি অধ্যাপকরা আমাকে সমর্থন করেছিলেন সেদিন।’ মুসকান বলেন, ‘ওঁরা জয় শ্রী রাম ধ্বনিতে চিৎকার করছিলেন, আর আমি পাল্টা আল্লা-হু-আকবর বলে জবাব দিয়েছিলাম, এর বেশি কিছু নয়। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া জুড়ে দিনভর ভাইরাল ছিল একটা ভিডিও। কর্নাটকে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে একদল পড়ুয়া যাদের গলায় ছিল গেরুয়া উত্তরীয়। তারা উন্মত্তের মত চিৎকার করছিল“ জয় শ্রী রাম”বলে। হিজাব বিতর্কে কর্নাটকে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ।