অনলাইন ডেস্ক, ৮ ফেব্রুয়ারী।। জার্মানির কিছু সড়কে গাড়ি চালানোর কোনো গতিসীমা নেই। কিন্তু এই গতিসীমা না থাকার সীমাটা যে আসলে কোথায় তারই একটি পরীক্ষা নিলেন চেক রিপাবলিকের এক ধনকুবের রাদিম পাসের। এই ধনকুবের তার বিলাসবহুল একটি স্পোর্টস কার নিয়ে রীতিমতো ঝড় তুলেছেন জার্মানির একটি রাস্তায়। শুনতে অবিশ্বাস্য হলেও সত্য যে তিনি ঘণ্টায় ৪১৭ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়েছেন। তবে এর জন্য এখন তিনি বিচারের মুখোমুখি হতে পারেন।
ঘটনাটির বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আর এতে দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ দুই বছর পর্যন্ত সাজা হতে পারে। এছাড়া জরিমানাও হতে পারে। এই ধনকুবের কয়েকদিন আগে ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছিলেন যেখানে দেখা যায় তাকে বার্লিন ও হ্যানোভারের মাঝামাঝি একটি রাস্তায় একটি বিলাসবহুল বুগাটি চিরন চালাতে। এই ভিডিওটিতেই গাড়িটির স্পিডোমিটারে গতি ঘণ্টায় ৪১৭ কিলোমিটারে উঠতে দেখা যায়। এই গতিতে গাড়ি চালানোর সময় নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা হয়েছিল বলেও ভিডিওর সাথে লিখেছিলেন তিনি। তবে জার্মান গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রচারিত হওয়ার পর বিষয়টির তদন্তে নামে পুলিশ।
জার্মান পরিবহন মন্ত্রী ভোলকার উইসিংও এ ধরনের কাজের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, জার্মানিতে গাড়ি চালানোর কোনো গতিসীমা নেই, এ কথা সত্য। কিন্তু কোনো গাড়ি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তা খেয়াল রাখা উচিত।