অনলাইন ডেস্ক, ৯ ফেব্রুয়ারী।। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকার শীর্ষ চারে জায়গা ধরে রাখতে ব্যর্থ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তলানির দল বার্নলির মাঠ টার্ফ মুরে ১-১ গোলে ড্র করেছে রেড ডেভিলরা। অন্যদিকে লিগের আরেক ম্যাচে তলানির আরেক দল ওয়াটফোর্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে চারে উঠে এসেছে ওয়েস্ট হ্যাম।
২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৪০। ওয়েস্ট হ্যামকে জায়গা ছেড়ে দিয়ে ৩৯ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে ইউনাইটেড। অবশ্য এক ম্যাচ কম খেলেছে রাল্ফ র্যাংনিকের দল। লুক শ’র পাসে ১৮তম মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেন পল পগবা। চলতি মৌসুমে ফরাসি মিডফিল্ডারের এটি প্রথম গোল। তবে এই ব্যবধান ধরে রাখতে পারেনি রেড ডেভিলরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে বার্নলি। ৪৭তম মিনিটে ইউনাইটেডের জাল খুঁজে নেন জয় রদ্রিগেজ। লিগে ৫০ ম্যাচ পরে এটি তার প্রথম গোল। সেই সঙ্গে লিগে গোলের সেঞ্চুরিও করলেন এই ইংলিশ ফরোয়ার্ড। প্রথমার্ধে রেড ডেভিলদের দুই গোল বাতিল হয়। এছাড়া দুর্দান্ত সেভে মার্কাস রাশফোর্ড, এডিনসন কাভানি ও রাফায়েল ভারানেকে হতাশ করেন বার্নলির গোলরক্ষক নিক পোপে। শেষ পর্যন্ত মূল্যবান এক পয়েন্ট আদায় করে বার্নলি। ২০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে তলানিতে আছে তারা।