অনলাইন ডেস্ক, ৯ ফেব্রুয়ারী।। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দুই বছরের বেশি সময় ধরে সেঞ্চুরি নেই বিরাট কোহলির ব্যাটে। স্বরূপে না থাকলেও অনন্য এক মাইলফলকে পা রাখতে যাচ্ছেন তিনি। ১০০তম টেস্ট খেলার নিশ্বাস দূরত্বে কোহলি। আর তা হয়ে যেতে পারে মার্চের শুরুতেই। দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে যাবে শ্রীলঙ্কা। এই সিরিজের প্রথম টেস্টই হতে পারে কোহলির শততম টেস্ট।
তবে লঙ্কানদের বিপক্ষে এই সিরিজের যে সূচি ছিল তা পরিবর্তন হয়েছে। সিরিজের প্রথম টেস্ট হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। বলতে গেলে, এই ভেন্যু কোহলির ঘরের মাঠ। কারণ দীর্ঘ ১৪ বছর আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন তিনি। এই মাঠেই শততম ম্যাচের মাইলফলক গড়তে পারতেন ভারতের সাবেক অধিনায়ক। তবে তা এখন আর হচ্ছে না।
লঙ্কানদের বিপক্ষে টিম ইন্ডিয়া সিরিজের প্রথম টেস্ট খেলবে মোহালিতে। দুই দলের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে ২৪ ফেব্রুয়ারি। দ্বিতীয় ম্যাচ হবে ২৬ ফেব্রুয়ারি এবং তৃতীয় টি-টোয়েন্টি হবে ধর্মশালায়। এরপর টেস্ট ৩-৭ মার্চ সিরিজের প্রথম টেস্ট খেলতে মোহালিতে যাবে দু’দল।