অনলাইন ডেস্ক, ৯ ফেব্রুয়ারী।। ভারত নারী ক্রিকেট দলের বিস্ফোরক ব্যাটারদের একজন জেমিমাহ রদ্রিগেজ। তবে ব্যাট হাতে নয়, শিগগিরই ২১ বছর বয়সী এই তারকাকে দেখা যাবে হকি স্টিক হাতে। রদ্রিগেজ হঠাৎ করে ক্রিকেট ছেড়ে হকি টুর্নামেন্টে খেলার সিদ্ধান্ত নেওয়ার কারণ, নিউজিল্যান্ডে হতে যাওয়া আসন্ন নারী বিশ্বকাপে টিম ইন্ডিয়ার স্কোয়াডে জায়গা হয়নি তার। তার জন্য বসে থাকার পাত্র নন তিনি। হকি হাতে নেমে পড়ছেন মাঠে।
মুম্বাইয়ে ওয়েলিংডন ক্যাথলিক জিমখানা রিংক টুর্নামেন্টে আনক্লেস কিচেন ইউনাইটেড স্পোর্ট দলের প্রতিনিধিত্ব করবেন তিনি। হকিতেও অবিশ্বাস্য ড্রিবলিং দক্ষতা রয়েছে এই ক্রিকেটারের। সমর্থকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন, হকি স্টিক হাতে রদ্রিগেজ কেমন খেলেন তা দেখার জন্য। ইতোমধ্যে ভারতের সাবেক হকি দলের গোলরক্ষক আদ্রিয়ান ডি’সুজারও নজর কেড়েছেন রদ্রিগেজ। তিনি জানান, এটা দেখে ভালো লাগছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি থাকা সত্ত্বেও জেমিমাহ হকি ভুলে যাননি।
জেমিমাহ রদ্রিগেজ ভারতের হয়ে ২১ ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানেও ওয়ানডেতে তার রান ৩৯৪ এবং টি-টোয়েন্টিতে ১০৫৫। ক্রিকেট ছাড়াও ছোটবেলা থেকে হকির প্রতি আগ্রহী ছিলেন তিনি। মাত্র ৯ বছর বয়সে মহারাষ্ট্রের অনূর্ধ্ব-১৯ হকি দলে জায়গা পেয়েছিলেন রদ্রিগেজ।