অনলাইন ডেস্ক, ৮ ফেব্রুয়ারী।। বরফে চাপা পড়ে সাত জওয়ানেরই মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভারতীয় সেনার পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। ৬ ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) কমেন্ট সেক্টরে তুষার ধসে চাপা পড়েছিলেন সাতজন। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে।
প্রথমে জানা গিয়েছিল তুষার ধসে আটকে আহত ৭ জওয়ান । সেনার পক্ষ থেকে জানানো হয়েছিল, উদ্ধার করার কাজ চলছে। বেস ক্যাম্পে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালানো হচ্ছে ।
তেজপুরে প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ বিষয়ক উপদেষ্টা লেফট্যানেন্ট কর্নেল হর্ষ বর্ধন পাণ্ডে জানিয়েছিলেন, পেট্রলিংয়ের জন্য ওই ৭ জওয়ান অরুণাচলের উচ্চ পার্বত্য অঞ্চলে গিয়েছিলেন। রবিবার তুষারপাত ও হিমবাহ ভাঙার ফলে তুষার ধ্বসে আটকে পড়েছিলেন তাঁরা। অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি জায়গায় এই মাসে ভারী তুষারপাত হয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ইটানগরের কাছে দারিয়া পাহাড়ে ৩৪ বছর পর তুষারপাত হয়েছে এই মাসে। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার রূপা শহরে দুই দশক পর তুষারপাত হয়েছে।