United States: ইউক্রেনে আগ্রাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য ‘মহাভুল’

 

অনলাইন ডেস্ক, ৮ ফেব্রুয়ারী।। ইউক্রেনে আগ্রাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য ‘মহাভুল’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার গ্যাস ইউরোপে নিতে নির্মিত ‘নর্ড স্ট্রিম-২ পাইপলাইন’ আলোর মুখ দেখবে না বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। খবর এএফপি’র। হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ওলফ শোলৎসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন এসব হুঁশিয়ারি দেন। চ্যান্সেলর হওয়ার পর এটাই শোলৎসের প্রথম আমেরিকা সফর। এর আগে জার্মানির অর্থমন্ত্রী ও ডেপুটি চ্যান্সেলর হিসেবে তিনি হোয়াইট হাউসে গেছেন। এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘রাশিয়া ইউক্রেনের সীমান্ত পেরোলে নর্ড স্ট্রিম-২ প্রকল্প আর হবে না।

আমরা সেই প্রকল্প আর চালু রাখবো না। ’নর্ড স্ট্রিম০২ প্রকল্প চালু হলে রাশিয়া থেকে সরাসরি প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে জার্মানি যেত। কিন্তু ইউক্রেন নিয়ে বিরোধের জেরে সেই প্রকল্প চালু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। পুতিনকে উদ্দেশ করে বাইডেন আরও বলেন, ‘ইউক্রেনের বিষয়ে আর বেশি অগ্রসর হওয়া তার জন্য মহাভুল হবে তাকে বুঝতে হবে। ইউরোপ এবং বাকি বিশ্বের জন্য এর প্রভাব হবে ধ্বংসাত্মক। তাকে এজন্য চড়া মাশুল দিতে হবে।

’ ইউক্রেনকে ন্যাটোর সদস্য না করা এবং পূর্ব ইউরোপে এই সামরিক জোটের প্রভাব কমানোর দাবিতে অনড় রাশিয়া ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা এবং সামরিক সরঞ্জাম জড়ো করেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর আশঙ্কা যেকোনো সময় ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে রাশিয়া। তবে এমন আশঙ্কার বিষয়টি অস্বীকার করে আসছে মস্কো।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?