অনলাইন ডেস্ক, ৮ ফেব্রুয়ারী।। ইউক্রেন সীমান্তে রাশিয়ার যুদ্ধ প্রস্তুতির মধ্যেই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
মস্কোয় সোমবার ওই বৈঠকের পর ম্যাখোঁ বলেছেন, ইউক্রেন অচলাবস্থা নিয়ে সৃষ্ট উত্তেজনা প্রশমনে সামনের দিনগুলো গুরুত্বপূর্ণ।
পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকের পর তিনি বলেন, আসছে দিনগুলো ‘নির্ণায়ক’ হবে এবং আরও নিবিড় আলোচনা প্রয়োজন যা আমরা সবাই মিলে নিশ্চিত করবো। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কিছু অগ্রগতি হয়েছে এমন ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিনও।
তিনি বলেন, ম্যাখোঁর প্রস্তাব ‘আরও যৌথ পদক্ষেপের ভিত্তি তৈরি করবে’। তবে এসব বিষয়ে সম্ভবত এখনই বলার সময় নয়। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সঙ্গে বৈঠকের কথা রয়েছে ফরাসি প্রেসিডেন্টের।
ওই বৈঠকের পর পুতিন ও ম্যাখোঁ ফের কথা বলবেন। ইউক্রেনকে ন্যাটোর সদস্য না করা এবং পূর্ব ইউরোপে এই সামরিক জোটের প্রভাব কমানোর দাবিতে অনড় রাশিয়া ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা এবং সামরিক সরঞ্জাম জড়ো করেছে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর আশঙ্কা যেকোনো সময় ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে রাশিয়া। তবে এমন আশঙ্কার বিষয়টি অস্বীকার করে আসছে মস্কো।