অনলাইন ডেস্ক, ৮ ফেব্রুয়ারী।। হলিউডের আলোচিত কিছু সিনেমার প্রযোজক গ্র্যাহাম কিং। এর মধ্যে অন্যতম ‘কুইন’ ব্র্যান্ডের ফ্রেডি মার্কারির জীবনী অবলম্বনে নির্মিত ‘বোহিমিয়ান র্যাপসোডি’। এবার তার হাত ধরেই বড়পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক।
লম্বা সময় নিয়ে প্রস্তুতির পর ছবির পরিকল্পনা চূড়ান্ত হয়েছে, শিরোনাম ‘মাইকেল’। প্রযোজনায় আরও থাকছে মাইকেলের পরিবার। বিশ্বব্যাপী বিতরণ করবে লায়ন্সগেট। ২০১৯ সালের নভেম্বর ডেডলাইন জানায়, এ ছবির চিত্রনাট্য করছেন তিনবার অস্কার মনোনয়ন পাওয়া জন লোগান। এখন তা চূড়ান্ত রূপ পাওয়ার পথে। এর আগেও একসঙ্গে কাজ করেছেন গ্র্যাহাম ও জন। ‘দ্য ডিপার্টেড’ জন্য অস্কার-জয়ী গ্র্যাহাম অনেক আগেই মাইকেল জ্যাকসনের বায়োপিক নিয়ে আগ্রহ প্রকাশ করেন। তার সঙ্গে জ্যাকসন পরিবারের যোগাযোগও রয়েছে।
পপ সম্রাটের একাধিক কনসার্টে উপস্থিত ছিলেন তিনি। আর ‘বোহিমিয়ান র্যাপসোডি’ বলে দেয় জীবন ও সংগীতের মেলবন্ধন তার মতো করে হালে কে-ই বা তুলে এনেছেন। মাইকেল জ্যাকসনের জটিল মনস্তাত্ত্বিক দিকগুলোতে আলো ফেলবেন গ্র্যাহাম ও লোগান। সেখানে নতুন করে মাইকেলের আইকনিক পারফরম্যান্স ও পর্দার পেছনের ঘটনা দেখার সুযোগ মেলবে দর্শকের। এ ছাড়া তার জীবনের বিতর্কিত ঘটনাগুলোও ছবির অন্যতম আকর্ষণ।
সিনেমাটি হচ্ছে— ইতিমধ্যে এমন বিবৃতিও জারি করেছে স্টুডিও। তবে পরিচালক বা তারকাদের নাম এখনো সামনে আসেনি। সর্বকালের সবচেয়ে আয়কারী সংগীত তারকাদের অন্যতম মাইকেল জ্যাকসন। বিশ্বজুড়ে ৪০ কোটি অ্যালবাম বিক্রি হয়েছে তার। বিলবোর্ড চার্টে রয়েছে একাধিক রেকর্ড ও পেয়েছেন অসংখ্য পুরস্কার। এ তারকা ৫১ বছর বয়সে ২০০৯ সালে মারা যান।