স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ৮ ফেব্রুয়ারী।। দক্ষিণ ত্রিপুরা জেলা সদর বিলোনীয়াতে এবছর ত্রিপুরা লোকসেবা আয়োগের পরীক্ষা গ্রহণ কেন্দ্র স্থাপন করা হবে। আগামী ১৯ জুন বিলোনীয়াতেও লোয়ার ডিভিশন এসিস্টেন্ট কাম টাইপিস্ট (গ্রেড-৬) পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। বিলোনীয়ায় ৭-৮টি পরীক্ষা কেন্দ্রে প্রায় ২ হাজার ৬০০ পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হবে।
এ উপলক্ষে বিলোনীয়া মহকুমা শাসকের অফিস কক্ষে আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় মহকুমা শাসক মাণিকলাল দাস ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, ত্রিপুরা লোকসেবা আয়োগের সচিব নির্মল অধিকারী, আযোগের ২ জন উপসচিব দেবদীপ দাম এবং মধু গোপাল বিশ্বাস, আয়োগের কনট্রোলার অব এগজামিনেশন অসীম পাল, বরিষ্ঠ তথ্য আধিকারিক রাজেশ দেবনাথ এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
সভায় সম্ভাব্য পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির পরিকাঠামো, ধারণ ক্ষমতা, পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিভিন্ন সুযোগ সুবিধা ইত্যাদি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হয়। সভা শেষে লোকসেবা আয়োগের প্রতিনিধিদল সরেজমিনে সম্ভাব্য পরীক্ষাগ্রহণ কেন্দ্রগুলি পরিদর্শন করেন। পরিদর্শনকালে দলের সঙ্গে মহকুমা শাসক মানিকলাল দাসও উপস্থিত ছিলেন। বিলোনীয়াতে পরীক্ষাকেন্দ্র স্থাপনের মাধ্যমে দক্ষিণ ত্রিপুরাবাসীর দীর্ঘদিনের দাবী পুরণ হতে চলেছে এবং পরীক্ষার্থীরাও তাতে উপকৃত হবেন। বিলোনীয়ার বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক লোকসেবা আয়োগের কর্তৃপক্ষকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন।