অনলাইন ডেস্ক, ৮ ফেব্রুয়ারী।। আসছে আইপিএলে নতুন দুটি দল দেখা যাবে। যাদের একটি লখনউ আগেই নিজেদের দলের নাম ঘোষণা করে দিয়েছে।
এবার আহমেদাবাদের দলের নামও প্রকাশ্যে এলো। আইপিএলে আহমেদাবাদের নাম হতে যাচ্ছে ‘আহমেদাবাদ টাইটান্স’।
যদিও আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে এখনো নাম প্রকাশ করা হয়নি। এই দলের মালিক সিভিসি ক্যাপিটালস। তারা জুয়ার ব্যবসায় যুক্ত থাকার কারণে তদন্ত চলছিল বোর্ডের। সেই তদন্ত সম্প্রতি শেষ হয়েছে।
এরপরই তিন ক্রিকেটার বেছে নিয়েছে তারা। অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে হার্দিক পান্ডিয়াকে। এ ছাড়াও রশিদ খান এবং শুভমন গিলকে নিয়েছে তারা।