অনলাইন ডেস্ক, ৭ ফেব্রুয়ারী।। দরজায় কড়া নাড়ছে উত্তরপ্রদেশ নির্বাচন।বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে আজ সোমবার বিকালেই যোগী রাজ্যে পা রাখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার বিকালেই লখনৌ পৌছাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে স্বাগত জানাবেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব।
মঙ্গলবারে মমতা- অখিলেশ বৈঠকের পর হবে যৌথ সাংবাদিক সন্মেলন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতার এই উত্তরপ্রদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যোগী রাজ্যে গিয়ে মমতা সরাসরি নির্বাচনী প্রচারে সপার হয়ে অংশ নিয়ে যে উত্তরপ্রদেশে বিজেপিকে হারানোর ডাক দেবেন এটা প্রত্যাশিতই।
পাশাপাশি উত্তরপ্রদেশে বিজেপির মূল যে অ্যাজেন্ডা উগ্র হিন্দুত্ববাদ তার বিরুদ্ধেও যে সরব হবেন সে কথা বলাই বাহুল্য।এছাড়াও সামনে আসছে বিরোধি ঐক্যের বিষয়টিও। কংগ্রেস ইতিমধ্যেই অখিলেশের বিরুদ্ধে প্রার্থী প্রত্যাহার করেছে। তৃণমূল নেত্রী নিজে পা রাখছেন উত্তরপ্রদেশে। অতি আত্মবিশ্বাসী যোগী এবং গেরুয়া শিবিরকে যা বেশ খানিকটা ব্যাকফুটে ঠেলে দিতে বাধ্য।
ইতিপূর্বে উত্তরপ্রদেশে যাওয়ার জন্য অখিলেশের বার্তা নিয়ে মমতার সঙ্গে কলকাতায় এসে দেখা করে গিয়েছিলেন কিরণময় নন্দ। বামফ্রন্ট সরকারের প্রাক্তন মৎস্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা কিরণময়বাবু আন্তরিকভাবেই জানিয়ে যান, উত্তরপ্রদেশে তাঁদের প্রচারে বাংলার মুখ্যমন্ত্রীকে প্রয়োজন। কারণ, তিনি মোদি-বিরোধী মুখ।