অনলাইন ডেস্ক, ৭ ফেব্রুয়ারী।। ৩৭তম জন্মদিনে ক্রিস্টিয়ানো রোনালদো কী উপহার পেয়েছেন জানেন? দেড় লাখ পাউন্ড মূল্যের কাডিলাক এসকালাদে ব্রান্ডের গাড়ি। যার দাম পড়বে প্রায় এক কোটি ৭৫ লাখ টাকা। বান্ধবী জর্জিনা রদ্রিগেজের দেওয়া উপহার এই গাড়িতে এখন পুরো পরিবার নিয়ে ঘুরতে যেতে পারবেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড। কালো রঙের কাডিলাক ব্রান্ডের এই ৮ সিটের গাড়ির দৈর্ঘ্য ৫.৫ মিটারের কম নয়। আর ইঞ্জিনের শক্তি ৪২০ হর্সপাওয়ার। জর্জিনার দেওয়া গাড়িতে গত শনিবার (৫ ফেব্রুয়ারি) ৩৭ বছরে পা দেওয়া রোনালদো তার চার সন্তানকে একই সঙ্গে নিয়ে ঘুরতে পারবেন। অবশ্য এই গাড়িও তার পরিবর্তন করতে হতে পারে। যদি তার সন্তানসম্ভবা বান্ধবী জোড়া সন্তানের জন্ম দেন। এসকালেদের এই বিশেষ মডেলের গাড়িটি ইউরোপে এখনো বিক্রির জন্য ছাড়া হয়নি। রোনালদোকে তার ৩৭তম জন্মদিনে চমকে দিতে গাড়িটি এক আমদানিকারকের মাধ্যমে ম্যানচেস্টারে এনেছেন জর্জিনা। জন্মভূমি পর্তুগালে ছোটবেলা দারিদ্র্যের মধ্যে কাটালেও ইতোমধ্যে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ির মালিক হয়েছেন রোনালদো। সম্প্রতি নেটফ্লিক্সের এক ডকুমেন্টারি সিরিজে দেখানো হয়েছে সিআর সেভেনের গাড়ির সংগ্রহ। জর্জিনার দামি উপহার পেয়েও খুব খুশি হয়েছেন রোনালদো। রেড ডেভিল তারকার সেই আনন্দ উদ্যাপনের এক ভিডিও-ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ২৮ বছর বয়সী মডেল।