স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৭ ফেব্রুয়ারী।। বিশালগড় পুরপরিষদ এলাকায় যে সমস্ত উন্নয়নমূলক কাজ চলছে সেগুলি মার্চ মাসের মধ্যে শেষ করার জন্য কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
আজ বিশালগড়ে এক বৈঠকে পুরপরিষদ এলাকার উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা করতে গিয়ে তিনি বলেন, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কোনও কাজে অর্থের অভাব হবে না। তিনি প্রতিটি ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধিদের মানুষের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলার পরামর্শ দিয়ে বলেন, মানুষের সুবিধা অসুবিধাগুলি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। তবেই সংশ্লিষ্ট এলাকার সমস্যা দূরীকরণে অনেক সহায়তা হবে।
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলির সুবিধা যাতে সাধারণ মানুষ পেতে পারেন সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তিনি পুর এলাকায় ২টি কমিউনিটি টয়লেট নির্মাণের নির্দেশ দেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশালগড় পুরপরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, ভাইস চেয়ারপার্সন সুশান্ত দেব, নগরোন্নন দপ্তরের অধিকর্তা ড. তমাল মজুমদার, বিশালগড় মহকুমার মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, অতিরিক্ত মহকুমা শাসক ত্রিদিপ সরকার এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ।
সভার শুরুতে কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়া লতা মঙ্গেশকরের মৃত্যুতে বৈঠকে উপস্থিত সবাই দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন।