অনলাইন ডেস্ক, ৭ ফেব্রুয়ারী।। মার্কো আসেনসিওর একমাত্র গোলে গ্রানাদার বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে ৬ পয়েন্ট এগিয়ে থেকে লা লিগার চলতি মৌসুমের শীর্ষস্থান ধরে রাখল লস ব্লাঙ্কোসরা।
ম্যাচ শেষ হওয়ার ১৭ মিনিট আগে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক নিচু শটে জাল খুঁজে নেন আসেনসিও। তার আগ পর্যন্ত রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রক্ষণদেওয়াল তুলে রেখেছিল গ্রানাদা। এই ম্যাচে কোচ কার্লো আনচেলত্তি পাননি তার চার নির্ভরযোগ্য খেলোয়াড়কে। তার মধ্যে ছিলেন লা লিগার চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা করিম বেনজেমা।
নিষেধাজ্ঞায় থাকায় ছিলেন না যুগ্ম দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ভিনিসিয়াস জুনিয়রও। লা লিগার চলতি মৌসুমে ১৭ গোল করেছেন বেনজেমা। ১২ গোল করেছেন ভিনিসিয়াস। পেটের পীড়ার কারণে শেষ মুহূর্তে এই ম্যাচ থেকে সরে দাঁড়ান কাসেমিরো ও লুকাস ভাসকুয়েজ। পুরো ম্যাচে বেঞ্চ গরম করেছেন ইডেন হ্যাজার্ড ও গ্যারেথ বেল। প্রথমার্ধে এগিয়ে যেতে পারত রিয়াল। তবে টনি ক্রুসের শটে বাধা হয়ে দাঁড়ান গ্রানাদা ডিফেন্ডার কার্লোস নেভা।
দ্বিতীয়ার্ধে তাদের এক খেলোয়াড় বল ক্লিয়ারের সময় এডের মিলিতাওয়ের ধাক্কায় বল পান আসেনসিও। জায়গা থেকে শট নিয়ে বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড। এই জয়ে লা লিগার চলতি মৌসুমের পয়েন্ট তালিকার দুইয়ে থাকা সেভিয়ার চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেল রিয়াল। ২৩ ম্যাচে ব্লাঙ্কোসদের পয়েন্ট ৫৩। ওসাসুনার বিপক্ষে ড্র করা সেভিয়ার পয়েন্ট ৪৭। অন্যদিকে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে তিনে উঠে এসেছে রিয়াল বেতিস। আর অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৪-২ ব্যবধানের রোমাঞ্চকর জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে চারে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। ৬ গোলের থ্রিলার জিতে চারে বার্সা