অনলাইন ডেস্ক, ৭ ফেব্রুয়ারী।। জুভেন্টাসের জার্সিতে অভিষেকেই গোল করেছেন ডুসান ভ্লাহোভিচ ও ডেনিস জাকারিয়া। ইতালিয়ান জায়ান্টরাও ২-০ ব্যবধানে হালাস ভেরোনাকে হারিয়ে সিরি’আর চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় ওঠে এসেছে চারে।
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ফিওরেন্তিনা থেকে ৫৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে জুভেন্টাসে যোগ দেন ভ্লাহোভিচ। এই সার্বিয়ান স্ট্রাইকারের মধ্যে নিজেদের সাবেক ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়া খুঁজে পাচ্ছে তুরিনের বুড়ি। যার ফলে ভ্লাহোভিচকে তুরিনে আনা। তার প্রমাণও শুরুতে দিলেন ২২ বছর বয়সী তারকা।
মাঝ মাঠ থেকে পাওলো দিবালার দুর্দান্ত পাস থেকে ১৩তম মিনিটে ভেরোনার গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান ভ্লাহোভিচ। চলতি মৌসুমের লিগে এটি তার ১৮তম গোল। সেই সঙ্গে ভ্লাহোভিচ ছুঁয়ে ফেললেন শীর্ষ গোলদাতা লাৎসিরও সিরো ইমোবিলেকে। এরপর অবশ্য বেশ কয়েকটি সুযোগ পেলেও তা হাতছাড়া করেন সার্বিয়ান তারকা। তবে ৬১তম মিনিটে মাঝমাঠ থেকে একক নৈপুণ্যে বল নিয়ে আড়াআড়িভাবে জাকারিয়াকে পাস দেন আলভারো মোরাতা। শক্তিশালী ড্রাইভে জুভদের ব্যবধান দ্বিগুণ করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
ট্রান্সফারের শেষদিকে তার সঙ্গে চুক্তি করেছিল ইতালিয়ান জায়ান্টরা। দুই নবাগতের গোলের জয়ে ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চার জায়গা করে নিয়েছে জুভেন্টাস। শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে তাদের ব্যবধান ৮ পয়েন্ট। ৩৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে হালাস ভেরোনা।