অনলাইন ডেস্ক, ৭ ফেব্রুয়ারী।। বাবর আজম মানেই যেন একেকটি নতুন রেকর্ড। তবে এবার ব্যাটার হিসেবে নয়, ফিল্ডার হিসেবে চলমান পিএসএলে নতুন রেকর্ড গড়েছেন করাচি কিংসের অধিনায়ক। করাচির জাতীয় স্টেডিয়ামে পিএসএলের সপ্তম আসরের ১৪তম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তিনটি ক্যাচ নিয়েছেন বাবর।
সেই সঙ্গে ফিল্ডার (উইকেটরক্ষক ছাড়া) হিসেবে পিএসএল ইতিহাসে সর্বোচ্চ ৩৫ ক্যাচ নেওয়ার রেকর্ড গড়লেন ২৭ বছর বয়সী তারকা। টস জিতে ব্যাট করতে নামা ইসলামাবাদের কলিন মুনরো, আসিফ আলী ও অধিনায়ক শাদাব খানকে তালুবন্দী করেন বাবর। সেই সঙ্গে তিনি পেছনে ফেললেন ৩৩ ক্যাচ নেওয়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মোহাম্মদ নওয়াজকে। পিএসএল ইতিহাসে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার তালিকায় শীর্ষে আছেন পেশওয়ার জালমির কামরান আকমল।
৫২ ক্যাচ নিয়েছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক। অবশ্য তিনি পিএসএলে রেকর্ডটি গড়েছেন গ্লাভস হাতে। ইসলামাবাদের বিপক্ষে বাবরের তিনটি ক্যাচের দুটি ছিল চোখধাঁধানো। ইনিংসের ১৬তম ওভারে মিড-অফে ফিল্ডিংয়ের সময় শাদাব খানের অফ-সাইডে নেওয়া শট দুর্দান্ত ডাইভে লুফে নেন পাকিস্তানি অধিনায়ক। ইউনাইটেডের ইনিংসের ১৮তম ওভারেও দুর্দান্ত ক্যাচে দর্শকদের দৃষ্টি কাড়েন বাবর।
আসিফ আলীর উড়িয়ে মারা শটে কাভার এরিয়ার মধ্যে পেছন দৌড় দিয়ে এক হাতে তালুবন্দী করেন তিনি। তবে ব্যক্তিগত রেকর্ডের রাতেও ম্যাচটি ৪২ রানে হেরেছে বাবর দল। চলতি পিএসএলে টানা ৫ ম্যাচে ৫ হারে সবার শেষে আছে এখনো পয়েন্টের খাতা খুলতে না পারা করাচি কিংস।