স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ ফেব্রুয়ারী।। আজ সন্ধ্যায় চিকিৎসাধীন রাজস্বমন্ত্রী এন সি দেববর্মাকে দেখতে জিবি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী সেখানে রাজস্বমন্ত্রী এন সি দেববর্মার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন ও চিকিৎসকদের সাথে কথা বলেন।
মুখ্যমন্ত্রী রাজস্বমন্ত্রীর পরিবারের সদস্য ও পরিজনদের সাথেও কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, আজ সন্ধ্যায় রাজস্বমন্ত্রী মেঝেতে পরে গিয়ে মাথায় আঘাত পান। সাথে সাথে তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়।
বর্তমানে তিনি সুস্থ আছেন। এরপর মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের সহধর্মিনী মিলন প্রভা মজুমদারের শারীরিক অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন।
মুখ্যমন্ত্রী দু’জনেরই দ্রুত আরোগ্য কামনা করেন।
এরপর মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালের শিশু বিভাগ সহ অন্যান্য বিভাগের পরিষেবা খতিয়ে দেখেন। কথা বলেন হাসপাতালে উপস্থিত রোগীর আত্মীয় পরিজনদের সাথেও।
সেখানে রোগীর পরিজনরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন সম্পর্কে সন্তোষ ব্যক্ত করেন। পরিষেবার আরও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে মুখ্যমন্ত্রী চিকিৎসক ও আধিকারিকদের নির্দেশ দেন।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা শুভাশিস দেববর্মা সহ অন্যান্য চিকিৎসক ও আধিকারিকগণ।