অনলাইন ডেস্ক, ৭ ফেব্রুয়ারী।। একতা কাপুরকে না চেনেন ?। একতা কাপুর বলিউডের একজন খ্যাতিমান প্রযোজক ও পরিচালক। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, বলিউডে এমন কিছু অভিনেতা আছেন যারা কাজ পেতে তাদের যৌনতা ব্যবহার করে থাকেন। কাজ পেতে তারা প্রয়োজনে বিছানায় চলে যান।
একতা কাপুর উপস্থাপক বরখা দত্তের এক প্রশ্নের জবাবে জানান, কেবলমাত্র কেউ ইন্ডাস্ট্রিতে ভাল জায়গায় রয়েছে বলেই কাউকে দোষারোপ করা উচিত নয়।
অভিনেতা-অভিনেত্রীরাও কাজ পেতে নিজেদের শরীরকে ব্যবহার করেন। তিনি বলেন, এই ঘটনা হার্ভে ওযয়েনস্টেইন পর্যন্ত সীমাবদ্ধ নয়। বলিউডে এমন অনেক পরিচালক বা প্রযোজক আছেন যারা অনেকেই এই যৌন হেনস্থার শিকার হয়ে থাকেন। পাশাপাশি এমন কিছু অভিনেতা বা অভিনেত্রী আছেন তারা স্বেচ্ছায় নিজেদের যৌনতা ব্যবহার করে থাকেন কেবলমাত্র কাজ পাওয়ার আশায়।