অনলাইন ডেস্ক, ৫ ফেব্রুয়ারী।। সন্ত রামানুচার্যের ২১৬ ফুট উচ্চতার মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ‘স্ট্যাচু অব ইক্যুয়ালিটি’ই হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মূর্তি।সন্ত রামানুচার্যের সহস্রাব্দী সমারোহ উপলক্ষ্যে ১৪ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শনিবার সেই উদযাপন পর্বের তৃতীয় দিন। ‘অষ্টাক্ষরী’ মন্ত্র উচ্চারণ করে সেই অনুষ্ঠানের সূচনা হয় গত ৩ ফেব্রুয়ারি।
আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনুষ্ঠান।সম্প্রতি সেখানে গিয়েছিলেন সস্ত্রীক তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর। তিনি জানিয়েছেন, শীঘ্রই এই পীঠস্থান হয়ে উঠবে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।শনিবার সন্ত রামানুচার্যের ২১৬ ফুট উচ্চতার মূর্তি তথা ‘স্ট্যাচু অব ইক্যুয়ালিটি’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
সামশাবাদে সন্ত রামানুচার্যের মূর্তি উদ্বোধনে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । যোগ দিলেন পূজায়। উচ্চারিত হচ্ছে মন্ত্র। বেদান্ত দার্শনিকের শ্রদ্ধায় উৎসব পালন হচ্ছে তেলেঙ্গানা জুড়ে।এই উদ্বোধন অনুষ্ঠানে মোদি বলেন, গুরুর মাধ্যমেই আমাদের জ্ঞান আসে। শ্রী রামানুজের এই মূর্তি ওঁর আদর্শের প্রতীক।মন্তব্য মোদির।
অনুষ্ঠান-স্থল ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার বেষ্টনীতে। প্রধানমন্ত্রীর চপার যেখানে অবতরণ করবে, সেই হেলিপ্যাড থেকে শুরু করে অনুষ্ঠান-স্থল, সর্বত্রই নিরাপত্তা বাড়ানো হয়েছে। অনুষ্ঠান-স্থল ঘিরে রয়েছে প্রায় ৮ হাজার পুলিশ। আশ্রমের চারপাশে লাগানো হয়েছে মেটাল ডিটেক্টর।
সামশাবাদে ৪৫ একর জমির উপর তৈরি স্ট্যাচু অব ইক্যুয়ালিটিকে ঘিরে ১০৮টি কষ্টি পাথরের মন্দির, যা দিব্য দেশম নামে পরিচিত, তা তৈরি করা হয়েছে।এই মূর্তিটি তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক এক হাজার কোটি টাকা। সম্পূর্ণ টাকাটাই বিশ্বের নানা প্রান্ত থেকে ভক্তরা অনুদান হিসাবে পাঠিয়েছেন।