অনলাইন ডেস্ক, ৬ ফেব্রুয়ারী।। চোট থেকে সেরে ওঠার পথে থাকা নেইমারের বর্তমান অবস্থা নিয়ে বেশ খুশি পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। তবে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ ম্যাচে ব্রাজিলিয়ান সুপারস্টার খেলতে পারবেন কিনা তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না তিনি।
নেইমারের জন্য আগামী সপ্তাহটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে মন্তব্য করেন পচেত্তিনো। গোড়ালির চোটে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে মাঠের বাইরে নেইমার। রবিবার লিগ ওয়ান চ্যাম্পিয়ন লিলের বিপক্ষে ম্যাচেও খেলা হচ্ছে না তার। শনিবার ৩০ বছর পূর্ণ করা নেইমার গত মাসের শেষ সময় থেকে রানিং শুরু করেছেন। তবে এখনো পুরোদমে অনুশীলনে ফিরতে পারেননি।
এ অবস্থায় ১৫ ফেব্রুয়ারি রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগের ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা, সে নিয়ে কৌতূহল সবার। লিলের বিপক্ষে ম্যাচের আগে পচেত্তিনো বললেন, ‘তার উন্নতি আশাব্যাঞ্জক। রিয়ালের বিপক্ষে খেলতে পারবে কিনা সেটা জানতে পরবর্তী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
’মিডফিল্ডার জেওরজিনিও উইজনালডাম রিয়াল ম্যাচের আগে পুরো ফিট হয়ে উঠবেন বলে আশা করছে পিএসজি। তবে সার্জিও রামোসকে নিয়ে রয়েছে সংশয়। এদিকে পায়ের চোটে লিলের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন মাউরো ইকার্দি।
সোমবার নিসের বিপক্ষে ফ্রেঞ্চ কাপে বদলি হিসেবে খেলা কিলিয়ান এমবাপ্পে ফিরতে পারেন প্রথম একাদশে। জাতীয় দলের ম্যাচ শেষ করে ক্লাবে যোগ দেওয়া মারকুইনহোস ও অ্যাঙ্গেল ডি মারিয়া। দুজনই ফিরতে যাচ্ছেন লিল ম্যাচে।