অনলাইন ডেস্ক, ৬ ফেব্রুয়ারী।। বুন্দেসলিগায় রোমাঞ্চকর জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় আরবি লাইপজিগের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে বাভারিয়ানরা। এই জয়ে বায়ার্নের সাবেক জার্মান গোলরক্ষক অলিভার কানের এক রেকর্ডেও ভাগ বসালেন ম্যানুয়েল নয়্যার।
জার্মান জায়ান্টদের হয়ে বুন্দেসলিগা ক্যারিয়ারে ৩১০তম জয় পেয়েছেন তিনি। সমান এই জয় আছে তার পূর্বসূরি কানের। লাইপজিগের বিপক্ষে ১২তম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন টমাস মুলার।
রবার্ট লেভানদোভস্কির শট ফিরিয়ে দিয়েছিলেন গোলরক্ষক পিটার গুলাকসি। তবে ফিরতি শটে জাল খুঁজে নেন মুলার। ২৭তম মিনিটে কনরাড লেইমারের পাসে লাইপজিগকে সমতায় ফেরান আন্দ্রে সিলভা।
৪৪তম মিনিটে কিংসলে কোম্যানের ক্রস থেকে শক্তিশালী এক হেডে বায়ার্নের ব্যবধান বাড়ান লেভানদোভস্কি। লিগের চলতি মৌসুমে পোলিশ স্ট্রাইকারের এটি ২৪তম গোল।
যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের শীর্ষ গোলদাতাদের চেয়ে ৬ গোল বেশি। বিরতি থেকে ফিরে এই গোলও শোধ দেয় লাইপজিগ। ফের লেইমারের চমৎকার পাসে নয়্যারকে বোকা বানান ক্রিস্টোফার এনকুনকু। লাইপজিগ তৃতীয়বারের মতো পিছিয়ে পড়ে আত্মঘাতী গোলে।
সের্গে নাব্রির শটে বাধা দেওয়ার জন্য পা লাগান ডিফেন্ডার জসকো গাভারদিওল। কিন্তু দুর্ঘটনাবশত সেই শট গুলাকসিকে ফাঁকি দিয়ে চলে যায় নিজেদের জালে। এই জয়ে লিগের শীর্ষস্থানটা আরও মজবুত করল হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা।
২১ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৫২। দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে তারা ৯ পয়েন্ট এগিয়ে গেছে। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সাতে লাইপজিগ। আজ মুখোমুখি হবে লিগের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ডর্টমুন্ড ও বেয়ার লেভারকুজেন।