অনলাইন ডেস্ক, ৬ ফেব্রুয়ারী।। পিছিয়ে পড়েও অলিভিয়ের জিরুর গোলে ইন্তার মিলানের মাঠে জয় তুলে নিয়েছে এসি মিলান। সুবাদে সিরি এ-র পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ইন্তারের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে ১-এ।
যদিও এক ম্যাচ বেশি খেলেছে তারা। শনিবার রাতে হওয়া ম্যাচে ইভান পেরিসিক ৩৮ মিনিটে এগিয়ে দেন স্বাগতিক দল ইন্তারকে। ৭৪ মিনিট পর্যন্ত সেই লিড ধরে রেখেছিল তারা।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যখন জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে, তখনই দৃশ্যপটে আসেন জিরু। তিন মিনিটের মধ্যে দুই গোল আদায় করে এসি মিলানের জয় নিশ্চিত করেন। একেবারে শেষ মুহূর্তে থিও হার্নান্দেজ লাল কার্ড দেখলেও মিলানের তাতে কোনো বেগ পেতে হয়নি।
এই জয়ের সুবাদে ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে এসি মিলান। ইন্তার ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নাপোলি। তিন দলই আছে শিরোপার রেসে।