স্টাফ রিপোর্টার, খোয়াই, ৬ ফেব্রুয়ারী।। চাম্পাহাওয়ার থানার অন্তর্গত ভারত সর্দার উচ্চতর বিদ্যালয়ে শ্লীলতাহানীর শিকার নাবালিকা স্কুল পড়ুয়া ছাত্রী। ঘটনার বিবরণে জানা যায় জনৈক লম্পট দুশ্চরিত্র শিক্ষক সৌমেন চৌধুরীর বাড়ি খোয়াই থানাধীন লালছড়া এলাকায়। সে ভারত সরদার উচ্চতর বিদ্যালয়ে সরস্বতী পূজার নিমন্ত্রণ খেতে বদ উদ্দেশ্যে সেও স্কুলে যায় বর্তমানে সে কৈলাশহরে কোন এক স্কুলে চাকুরীরত।
দুশ্চরিত্র শিক্ষক সৌমেন চৌধুরি পুজোর দিন বিকেলবেলা চাম্পাহাওয়র ভারত সরদার উচ্চতর বিদ্যালয়ে সেই স্কুলেরই সরস্বতী পুজোর দায়িত্বে থাকা জনৈক শিক্ষকের নিমন্ত্রণ পেয়ে সেখানে সে ছুটে যায় এবং সেখানে গিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে সেলফি তোলার নাম করে অশ্লীল ব্যবহার করতে থাকে। একটা সময়ে সেই ব্যবহারের চূড়ান্ত পর্যায়ে চলে যায় সেই দুশ্চরিত্র লম্পট শিক্ষক।
ওই শিক্ষক তার চাকরি জীবন শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন ঘটনার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে। সে আগেও এরকম ঘটনা করেছে কিন্তু বাম মার্গীয় নেতা হওয়ায় ঘটনা প্রকাশ্যে আসেনি। কিন্তু গতকাল রাতের ঘটনায় পুরো শহর জুড়ে ছিঃ ছিঃ রব উঠেছে দুশ্চরিত্র শিক্ষকের বিরুদ্ধে।
পরবর্তী সময়ে স্কুলপড়ুয়া নাবালিকা মেয়েটি শিক্ষক দ্বারা লাঞ্ছিত নিপীড়িত হয়ে ঘটনাস্থল থেকে চোখের জল নিয়ে সেখান থেকে কাউকে কিছু না বলে বাড়ি চলে যায় এবং বাড়িতে গিয়ে লোকলজ্জার ভয়ে বিষপান করে নিজের জীবনকে এই কলঙ্কময় অধ্যায় থেকে নিস্তার দিতে সে এই পথ বেছে নেওয়ার চেষ্টা করে।
মেয়ের বিষ পান করার ঘটনাটি টের পেয়ে মেয়ের বাবা এবং অন্যান্যরা তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। খোয়াই হাসপাতালে নিয়ে আসার পর অবস্থা বেগতিক দেখে জিবি হাসপাতালে রেফার করা হয়। পরবর্তী সময়ে মেয়ের বাবা রাত প্রায় বারোটা নাগাদ চাম্পাহাওয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
সেই অভিযোগের ভিত্তিতে একটি মামলা নথিভুক্ত করে যার নম্বর 03/2022 ধারা 354(A) /109 IPC And Section 09(c) Pocso Act। মামলাটি হাতে পেয়ে থানার পুলিশ অভিযুক্ত শিক্ষক সৌমেন চৌধুরীকে বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।