UP Election: যোগির আছে এক লাখ টাকা দামের রিভলবার এবং ৮০ হাজার টাকা দামের রাইফেল

অনলাইন ডেস্ক, ৫ ফেব্রুয়ারী।। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে এবার নিজের পুরনো কেন্দ্র গোরক্ষপুর থেকেই লড়াই করছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সঙ্গে নিয়ে যোগী মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় যোগী যে পরিমাণ সম্পত্তির উল্লেখ করেছেন তা জানলে চমকে উঠতে হবে।যোগী জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির মূল্য ১ কোটি ৫৪ লক্ষ ৯৪ হাজার টাকা। হাতে থাকা নগদ টাকার পরিমাণ ১ লাখ। তাঁর আছে একটি ১২ হাজার টাকা দামের মোবাইল। ২০১৭ সালে যোগী যখন বিধান পরিষদের নির্বাচনে লড়াই করেছিলেন তখন তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৯৫.৯৮ লাখ টাকা।

অর্থাৎ গত পাঁচ বছরে যোগীর সম্পত্তি বেড়েছে প্রায় ৬০ লক্ষ টাকা। হলফনামায় যোগী জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে একটি অপরাধের মামলা আছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাঁর কাছে দুটি আগ্নেয়াস্ত্র আছে। যার মধ্যে আছে এক লাখ টাকা দামের একটি রিভলবার এবং ৮০ হাজার টাকা দামের একটি রাইফেল।

যোগী হলফনামায় আরও জানিয়েছেন, লখনউ, গোরক্ষপুর ও দিল্লির ছটি জায়গায় কয়েকটি ব্যাংকে তাঁর ১১টি অ্যাকাউন্ট আছে। ওই সমস্ত অ্যাকাউন্টে রয়েছে ১ কোটি ১৩ লাখ ৭৫ হাজারের বেশি টাকা। তবে সাধুসন্ত মানুষ যোগীর কোনও ঘরবাড়ি নেই। মুখ্যমন্ত্রীর বিমা ও অন্যান্য ন্যাশনাল সেভিংস স্কিমে আছে ৩৭.৫৭ লাখ টাকা। ৪৯ হাজার টাকা দামের একটি সোনার কবজও আছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি সোনার চেনের মধ্যে রুদ্রাক্ষের মালা পরেন। যার দাম প্রায় ৫০ হাজার টাকা। ওই সোনার হারের ওজন ১০ গ্রামের কাছাকাছি। ২০১৭ সালে যোগী হলফনামায় জানিয়েছিলেন, তাঁর দুটি গাড়ি আছে। তবে এবারের হলফনামায় মুখ্যমন্ত্রী কোন গাড়ির কথা উল্লেখ করেননি। উল্লেখ্য, এই প্রথম রাজ্যের বিধানসভা নির্বাচনে লড়াই করছেন তিনি।

১৯৯৮ সালে প্রথমবার গোরক্ষপুর লোকসভা আসন থেকে ভোটের লড়াই করে জয়ী হয়েছিলেন যোগী। এরপর পরপর পাঁচবার গোরক্ষপুর আসন থেকেই তিনি সাংসদ নির্বাচিত হন। ২০১৭ সালে হয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সে সময় সাংসদ পদে ইস্তফা দিয়ে তিনি বিধান পরিষদের সদস্য হিসেবে জয়ী হয়েছিলেন।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

 

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?