অনলাইন ডেস্ক, ৫ ফেব্রুয়ারী।। অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েই দিলেন জাস্টিন ল্যাঙ্গার। ৫১ বছর বয়সী কোচের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চুক্তি ছিল জুন পর্যন্ত।
কিন্তু অনেক বিতর্কের পর আগেভাগেই পদত্যাগ করলেন এই সাবেক অজি ব্যাটার। অ্যাশেজের পর থেকে বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে দেন-দরবার চলছিল তার।
শনিবার সকালে ল্যাঙ্গারের পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে আনে তার ম্যানেজমেন্ট ফার্ম ডিএসইজি। নিজেদের টুইটার পেজে তারা জানায়, ‘ডিএসজিই নিশ্চিত করছে, আমাদের মক্কেল জাস্টিন ল্যাঙ্গার এই সকালে অস্ট্রেলিয়ার ছেলেদের ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
গত সন্ধ্যায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে এক সভার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি কার্যকর হবে এই মুহূর্ত থেকেই। ’ গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও গত মাসে শেষ হওয়া অ্যাশেজ জয়ের পর থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আশা করছিলেন ল্যাঙ্গার।
তবে তা নিয়ে বোর্ডের সঙ্গে তার অনেক আলোচনা, বিতর্ক ও টানাপোড়েন হয়েছে। যার ফলশ্রুতিতে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ল্যাঙ্গার। দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং স্ক্যান্ডালের পর ২০১৮ সালে অস্ট্রেলিয়ার প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন ল্যাঙ্গার।
তার অধীনে অজিরা টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ জিতেছে। ল্যাঙ্গারের পরিবর্তে সাময়িকভাবে অস্ট্রেলিয়ার দায়িত্ব সামলাবেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।