অনলাইন ডেস্ক, ৫ ফেব্রুয়ারী।। এফএ কাপের চতুর্থ রাউন্ডে শনিবার সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্লাইমাউথ আর্গায়েলের মুখোমুখি হয়েছে চেলসি।
এই ম্যাচের আগে ইংলিশ জায়ান্ট দলটির কোচ টমাস টুখেলের করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে। ফলে ডাগ আউটে টুখেলকে পাচ্ছে না ক্লাবটি। টুখেল এখন সেল্ফ আইসোলেশনে থাকবেন।
আগামী সপ্তাহে আবুধাবিতে ক্লাব বিশ্বকাপ মিশনে তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করছে ক্লাবটি। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন চেলসি আগামী বুধবার সেমিফাইনালে আরব আমিরাতের প্রো লিগের দল আল জাজিরা অথবা এএফসি চ্যাম্পিয়নস লিগজয়ী দল আল হিলালের মুখোমুখি হবে।
যদি চেলসি ফাইনালে ওঠে তবে তারা আবুধাবিতে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবে। চেলসি সবশেষ ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলেছে ২০১২ সালে। সেবার ব্রাজিলের দল করিন্থিয়ান্সের বিপক্ষে ০-১ গোলে হেরেছিল তারা।