Corona: দেশে করোনার দৈনিক সংক্রমণের হার ক্রমশই নিম্নমুখী, উদ্বেগে রেখেছে মৃত্যু

অনলাইন ডেস্ক, ৫ ফেব্রুয়ারী।। করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে অনেকটাই সফল হয়েছে দেশ। যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি দৈনিক আক্রান্তের সংখ্যায়। গত এক সপ্তাহের বেশি সময় ধরে দৈনিক সংক্রমণের হার ক্রমশই নিম্নমুখী।

কমছে অ্যাক্টিভ কেস ও করোনা পজিটিভিটির হার। কিন্তু স্বাস্থ্যমন্ত্রককে উদ্বেগে রেখেছে দৈনিক মৃতের সংখ্যা। গত কয়েকদিন ধরে প্রতিদিনই মৃতের সংখ্যা রয়েছে হাজারের উপরে।

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, দেশে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯৫২ জন। আক্রান্তের সংখ্যা শুক্রবারের থেকেও বেশ কিছুটা কম। কমেছে করোনা অ্যাক্টিভ কেস। শনিবার সকাল পর্যন্ত দেশে করোনা চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩ লাখ ৩১ হাজার ৬৪৮।

শুক্রবারের তুলনায় করোনা পজিটিভিটির হার আরও কমে হয়েছে ৭.৯৮ শতাংশ। তবে গত কয়েকদিনের মতো শনিবারও মৃতের সংখ্যা এক হাজারের উপরে রয়েছে। শেষ ২৪ ঘন্টায় করোনা কেড়ে নিয়েছে ১০৫৯ জনের প্রাণ। এর ফলে করোনায় দেশে এখনো পর্যন্ত ৫ লক্ষ ১ হাজার ১১৪ জনের মৃত্যু হল।

স্বাস্থ্যমন্ত্রকের কাছে মৃতের সংখ্যাটা যথেষ্ট উদ্বিগ্নের। তৃতীয় ঢেউয়ের ভয়াবহতা অনেকটা কাটিয়ে ওঠা গেলেও মৃতের সংখ্যা এখনও তাদের চিন্তায় রেখেছে। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৩০ হাজার ৮১৪ জন।

সুস্থতার ৯৫.৬৪ শতাংশ। আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা বাড়ায় স্বাভাবিকভাবেই কমছে করোনা অ্যাক্টিভ কেস। শনিবার সকাল পর্যন্ত দেশে ১৬৮ কোটি ৯৮ লক্ষ ১৭ হাজার ১৯৯ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

শেষ ২৪ ঘন্টায় ৪৭ লক্ষের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে পাশাপাশি চলছে নমুনা পরীক্ষা শেষ ২৪ ঘন্টায় ১৬ লক্ষ ৩ হাজার ৮৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?