অনলাইন ডেস্ক, ৫ ফেব্রুয়ারী।। সোমালিয়ার দক্ষিণরা জ্য জুবাল্যান্ডে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ নাগরিক মারা গেছেন। শুক্রবার এই ঘটনা ঘটে জানিয়েছে কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যম।
দেশটির জাতীয় টেলিভিশন জানায়, ‘সোমালিয়ার রাজ্য জুবাল্যান্ডের কিসমাও শহরের উপকণ্ঠে সন্ত্রাসীদের আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বসানো জায়গা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে এক মিনিবাসে থাকা ১০ যাত্রী নিহত ও অন্য তিনজন আহত হয়েছেন। ’
এই আইইডি বসানোর জন্য সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাবকে দায়ী করেছেন জুবা অঞ্চলের কর্মকর্তারা।
আনাদোলু এজেন্সিকে এমনটাই জানান তারা। সোমালিয়ার রাজধানী মোগাদিশুর অন্যতম শহর ও বন্দর কিসমাও। যার দূরত্ব ৫০০ কিলোমিটার বা ৩১০ মাইল।