অনলাইন ডেস্ক, ৪ ফেব্রুয়ারী।। স্থগিত হল নিট পোস্ট গ্র্যাজুয়েট-২০২২ এর পরীক্ষা। আপাতত ছয় থেকে আট সপ্তাহের জন্য এই পরীক্ষা পিছিয়ে দিল কেন্দ্র। পরীক্ষা হওয়ার কথা ছিল চলতি বছরের ১২ মার্চ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করে এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিধান্ত নেওয়া হয়েছে।
এর আগে পরীক্ষাটি চলতি বছরের ১২ মার্চ হওয়ার কথা ছিল। সাম্প্রতিক একটি নির্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, নিট পিজি-২০২২ ছয় থেকে আট সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হল।
বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে নিট পিজি-২০২২ পরীক্ষা আপাতত স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ৬ জন এমবিবিএস শিক্ষার্থী স্নাতকোত্তর মেডিকেল কোর্সে ভর্তির জন্য যোগ্যতা- কাম-প্রবেশ পরীক্ষা (নিট) স্থগিত করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন।
২৫ জানুয়ারি আবেদনটি দায়ের হয়। তাদের দাবি, বাধ্যতামূলক ইন্টার্নশিপ মেয়াদ শেষ না হওয়ার কারণে অনেক এমবিবিএস স্নাতক পরীক্ষায় অংশ নিতে পারবেন না। চিকিৎসকদের আবেদনে আরও বলা হয়েছিল, কোভিডের কারণে হাসপাতালে ডিউটির জন্য তারা ১২ মাসের ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে পারেনি।