অনলাইন ডেস্ক, ৪ ফেব্রুয়ারী।। বোলিং অ্যাকশন অবৈধ বলে প্রমাণিত হয়েছে পাকিস্তানের মোহাম্মদ হাসনাইনের। ফলে চলমান পিএসএল, বিগ ব্যাশ লিগ এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন ২১ বছর বয়সী পেসার।
২ জানুয়ারি বিগ ব্যাশে সিডনি শোগ্রাউন্ডে সিডনি থান্ডার বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স ম্যাচে হাসনাইনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়ার জেরার্ড আবোদ। তারই প্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হাসনাইনের বোলিং অ্যাকশন পরীক্ষা করে এক বিবৃতিতে জানায়, ‘পিসিবি মোহাম্মদ হাসনাইনের বোলিং পরীক্ষার বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে এক বিশদ প্রতিবেদন পেয়েছে, যেখানে বলা হয়েছে হাসনাইনের কনুই ১৫ ডিগ্রি সীমা অতিক্রম করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘পিসিবি প্রতিবেদনটি নিয়ে তার নিজস্ব বোলিং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে এবং আত্মবিশ্বাসী যে সমস্যাটি সমাধান করা যেতে পারে। পিসিবি এখন একজন বোলিং পরামর্শদাতা নিয়োগ করবে যিনি হাসনাইনের অ্যাকশন ঠিক করতে কাজ করবেন। ’
হাসনাইন চলমান পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঠানো প্রতিবেদনে লাহোর-ভিত্তিক আইসিসি অনুমোদিত ল্যাবে তার বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় তিনি আপাতত আন্তর্জাতিক ম্যাচসহ যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক আসরে খেলতে পারবেন না।