অনলাইন ডেস্ক, ৪ ফেব্রুয়ারী।। আইপিএলের মেগা নিলামে অংশ নিতে মাঝপথে পিএসএল ছেড়েছেন জিম্বাবুয়ের অন্যতম সফল ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার। পিএসএলের সপ্তম আসরে মুলতান সুলতানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
এদিকে, ১২-১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসতে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম। এই নিলামে অংশ নিতে পিএসএল ছাড়লেন ৫৩ বছর বয়সী কোচ। এবারের আইপিএলে ফ্লাওয়ারকে দেখা যাবে নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টের প্রধান কোচ হিসেবে। তবে মেগা নিলাম শেষে ফের পাকিস্তানে ফিরবেন তিনি।
মুলতান সুলতানের মিডিয়া কর্মকর্তার বরাতে ক্রিকেট পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, যে সময় ফ্লাওয়ার পিএসএলে থাকবেন না সে সময় তিনি ভার্চ্যুয়ালি দলকে পরামর্শ দেবেন। ১৩ ফেব্রুয়ারি তিনি ফের পাকিস্তানে ফিরবেন।
এবারের আইপিএলে নতুন দুই দল যোগ হয়ে বেড়ে দাঁড়িয়েছে দশ দলে। নতুন দলের একটি লক্ষ্ণৌ। এ কারণেই নিলামে দল গোছানোর মতো গুরুত্বপূর্ণ কাজে কোচকে পাশে চেয়েছে তারা। সে ডাকে সাড়া দিয়েই পাকিস্তান ছেড়েছেন ফ্লাওয়ার।