স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ ফেব্রুয়ারী।।নরসিংগড় স্থিত জুডিশিয়াল একাডেমীর বিল্ডিংয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকভাবে “ন্যাশনাল ল ইউনিভার্সিটি” -এর পঠনপাঠন শুরু করার প্রস্তুতি চলছে । আসন্ন বিধানসভা অধিবেশনে এই সম্পর্কিত একটি বিল পেশ করা হবে বলে জানা গিয়েছে। বর্তমানে যেখানে পলিটেকনিকের বিল্ডিং রয়েছে সেখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটির জন্য ভবন নির্মান করা হবে এবং নরসিংগড় বিদ্যালয়ের মাঠের পাশে পলিটেকনিকের নতুন ভবন নির্মাণ করা হবে। দুটি বিল্ডিংয়ের একই সঙ্গে কাজ শুরু হবে । পাশাপাশি, জুডিশিয়াল একাডেমীর পেছনে খালি জায়গায় কোয়ার্টারস নির্মাণ হবে। আজ সচিবালয়ে বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণধন দাস, শিক্ষা সচিব, উচ্চ শিক্ষা অধিকর্তা, মোহনপুর মহকুমাশাসক, প্রিন্সিপাল(টি.আই .টি), নরসিংগড় উচ্চতর বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান এবং প্রধান শিক্ষককে নিয়ে গুরুতপূর্ণ বৈঠক করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। উক্ত বৈঠকে উপরে উল্লেখিত বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিলো আমাদের রাজ্যে একটি ‘ল’ ইউনিভার্সিটি স্থাপিত হোক। আমি খুবই আনন্দিত, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আন্তরিক সহযোগিতায় সেই স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হবে।