অনলাইন ডেস্ক, ৪ ফেব্রুয়ারী।। ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি যে ক্লাব দুটিতে খেলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ার সংখ্যার বিচারে সেই ক্লাব দুটির চেয়ে দুজনই ঢের এগিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ সুপারস্টার রোনালদোর ব্যক্তিগত অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা ৫৯৩ মিলিয়ন। পিএসজির আর্জেন্টাইন তারকার ফলোয়ার ৩৭৫ মিলিয়ন। মেসি এখানে রোনালদোর চেয়ে অনেক পিছিয়ে, কারণ তিনি টুইটার ব্যবহার করেন না। উয়েফা তাদের বাৎসরিক ফুটবল বেঞ্চমার্ক রিপোর্টে সামাজিক যোগাযোগ মাধ্যমও অন্তর্ভুক্ত করেছে।
সেই রিপোর্ট বলছে, আধুনিক ফুটবলের দুই সেরা ফুটবলার তাদের ক্লাবের চেয়েও ফলোয়ার সংখ্যায় এগিয়ে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ফলোয়ার ১৬৯ মিলিয়ন, যা রোনালদোর চেয়ে অনেক কম। অন্যদিকে ফরাসি ক্লাব পিএসজির ফলোয়ার ইউনাইটেডের চেয়েও কম। ১৩৩ মিলিয়ন ফলোয়ার তাদের, যা মেসির চেয়ে অনেক কম। ক্লাবগুলোর মধ্যে ফলোয়ার সংখ্যা সবচেয়ে বেশি রিয়াল মাদ্রিদের।
২৫১.৫ মিলিয়ন ফলোয়ার তাদের। যা বিশ্ব ফুটবলেই ক্লাবটিকে সবার চেয়ে ওপরে রেখেছে। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই। ২৪৮ মিলিয়ন ফলোয়ার তাদের। স্পেনের দুই ক্লাবই ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির চেয়ে অনেক এগিয়ে।
রোনালদো রিয়াল মাদ্রিদে ছেড়ে কিছুদিন জুভেন্তাসে কাটিয়ে গত গ্রীষ্মে পুরোনো ক্লাব ইউনাইটেডে ফিরেছেন। অন্যদিকে শৈশবের ক্লাব বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি দিয়েছেন মেসি। তাদের আগমনে দুই ক্লাবেরই ফলোয়ার সংখ্যা আগের থেকে বেড়েছে।