অনলাইন ডেস্ক, ৪ ফেব্রুয়ারী।। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে সাত হুথি বিদ্রোহী নিহত হয়েছে।
সামরিক বাহিনীর এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সামরিক সূত্র জানায়, তায়িজ প্রদেশে হুথি বিদ্রোহীদের এক স্থাপনায় জোটের বিমান হামলা চলাকালে এসব বিদ্রোহী নিহত হয়। তিনি জানান, তায়িজের পশ্চিম এলাকায় একটি অস্ত্র ভান্ডারে বিমান হামলা চালানো হলে সেখানে বিস্ফোরণ ঘটে।
গত কয়েক দিন ধরেই তায়িজের গ্রামাঞ্চলে সরকারপন্থী ইয়েমেনি বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে বিক্ষিপ্ত সশস্ত্র সংঘাত ঘটতে দেখা যাচ্ছে। হুথি বিদ্রোহীরা ইয়েমেনের উত্তরাঞ্চলীয় বিভিন্ন প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ায় ২০১৪ সালের শেষের দিক থেকে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি সরকার বাধ্য হয়ে রাজধানী সানার বাইরে চলে যায়।
সৌদি নেতৃত্বাধীন জোট হাদির সরকারের সমর্থনে ২০১৫ সালের মার্চে ইয়েমেন সংঘাতে হস্তক্ষেপ করে।